

স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিকিটের অর্ধেক স্টেশন থেকে সরাসরি বিক্রি করা হবে, বাকি অর্ধেক মিলছে অনলাইনে।
আজ থেকে মোট ২১৮টি ট্রেন চলাচল করবে এবং বাকি ১৪৪টি মেইল ও লোকাল ট্রেন ধীরে ধীরে চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে এতদিন অর্ধেক আসনে যাত্রী নেয়া হয়েছে। পাঁচ মাস ১৮ দিন পর গত শনিবার থেকে কাউন্টারে টিকেট বিক্রি শুরু করে রেলওয়ে। ওই দিন থেকে ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকেট পাওয়া যাচ্ছিল কাউন্টারে। বাকি ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে বিক্রি করা হয়। আজ বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকেটই বিক্রি করা হবে।
এর আগে করোনা সংক্রমণের কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে মালবাহী ট্রেন চলাচল এই সময়ে স্বাভাবিক ছিল।
এনএইচ/