
পাবলিক ভয়েস: কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসা নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান দিয়ে মাদরাসার মুহতামিম মো. আলীকে বহাল রাখার রায় দিয়েছেন কক্সবাজার আদালত।হাইয়াতুল উলয়ার নিয়ম নীতির মধ্যে থাকা এক নিয়মের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছে।
সূত্র থেকে জানা গেছে, কক্সবাজার দারুল উলুম লাইট হাউজ মাদরাসা নিয়ে সৃষ্ট জটিলতা-নিরসনে মাদরাসাটির প্রতিষ্ঠাকালীন থেকে অনুসরণ করে আসা ইত্তেহাদুল মাদারিস কর্তৃক গঠিত তদন্ত কমিটি, তার রিপোর্ট, শুরা পুনর্গঠন এবং কমিটির সুপারিশের আলোকে বোর্ড কর্তৃপক্ষের মুহতামিম হিসেবে মাওলানা মোহাম্মদ আলীর বহাল রাখাকে বৈধতা দিয়ে স্ট্রে অর্ডার দিয়েছেন মাননীয় আদালত। সেই সঙ্গে মাদরাসাটির ওপর অন্য একটি বোর্ডের অন্যায্য হস্তক্ষেপ, মাদরাসায় দখলদারিত্বের পাঁয়তারা এবং মুহতামিম হিসেবে মাওলানা মুহাম্মদ আলীকে অব্যহতি দিয়ে কথিত চিঠিকে অবৈধ ঘোষণারও রায় দেয়া হয়েছে।
উল্লেখ্য: “এক বোর্ডের অন্তর্ভুক্ত কোনো মাদরাসা অন্য বোর্ডে অন্তর্ভুক্ত হতে পারবে না, কোনো বোর্ড ওই মাদরাসাকে তার নিজের অধীন অন্তর্ভুক্তও করতে পারবে না। মাদরাসাটি যে স্তরেরই হোক কেন যে বোর্ডের অন্তর্ভুক্ত আছে সেই বোর্ডের অধীনেই থাকবে।” ২রা অক্টোবর’ ১৮ ঢাকার পীরজঙ্গি মাদরাসায় হাইয়াতুল উলয়ার ৬ষ্ঠ সভার ৪র্থ রেজ্যুলেশন আমলে নিয়ে কক্সবাজার জজ কোর্ট এই রায় দিয়েছে।
আরও পড়ুন : কক্সবাজার লাইট হাউজ মাদরাসায় ছাত্রদের বিক্ষোভ ও পরিক্ষা বর্জন