টাঙ্গাইলে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে ইশার মানববন্ধন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

টাঙ্গাইলে ২০১ গম্বুজ মসজিদে দর্শনার্থীদের অবাধ বিচরণ, বেহায়াপনা ও নোংরামি বন্ধ কর‍ার দাবিতে মসজিদের সামনে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলার আওতাধীন গোপালপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আজ (০২ সেপ্টেম্বর) বুধবার  ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে সকাল ১০টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন, গোপালপুর উপজেলা সভাপতি মুহাম্মাদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা সভাপতি এস এম কামরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মসজিদ ইবাদতের যায়গা। মসজিদ আল্লাহর ঘর। ২০১ গম্বুজ মসজিদ আমাদের দেশের ঐত্যিহ্য। তাই বলে মসজিদে দর্শনার্থীদের অবাধ বিচরণ, বেহায়াপনা ও নোংরামি চলবে তা মেনে নেওয়া হবে না। অতএব মসজিদ কমিটির প্রতি আমাদের দাবি মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে এবং অবাধে চলাচল বন্ধ করতে হবে।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা সহ-সভাপতি ফয়সাল আহমদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবু সালেহ আহমদ, দ্বীনি সংগঠনের হাফেজ রুহুল আমিন ,  ইসলামী যুব আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন, গোপালপুর উপজেলা এবং বিভিন্ন  ইউনিয়ন এর দায়িত্বশীল।

প্রসঙ্গত : টাঙ্গাইলের দৃষ্টিনন্দন ২০১ গম্ভূজ বিশিষ্ট মসজিদে দর্শনার্থীদের প্রবেশ করা ও নারী-পুরুষ মিলে মসজিদের পবিত্রতা নষ্ট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম হয়েছে গত কয়েকদিন ধরে। মসজিদের পবিত্রতা রক্ষা করা নিয়ে সতর্ক হতে মসজিদ কর্তৃপক্ষকে আহবান জানিয়েছে সোশ্যাল অ্যাকটিভিস্টরা।

অপরদিকে টাঙ্গাইলের ২০১ গম্ভূজ মসজিদ বিষয়ে দর্শনার্থীদের এসব অসতর্কতামূলক কাজ বিষয়ে পাবলিক ভয়েসের পক্ষ থেকে মসজিদ কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে – মসজিদটির সকল কাজ এখনো সম্পন্ন হয়নি। বিশেষ করে মসজিদের বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য আরো অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। অতি শীঘ্রই মসজিদের বাউন্ডারি ওয়ালগুলো কমপ্লিট করে ফেলা হবে। এছাড়াও মসজিদের চতুর্পাশ্বেই বিভিন্ন জায়গায় লেখা রয়েছে মুসল্লী ব্যতীত কোন দর্শনার্থী এবং নারীদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু কোনোভাবেই জনগণকে বিষয়টি মানানো যাচ্ছে না। তবে অতি শীঘ্রই মসজিদ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যথাযোগ্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে পাবলিক ভয়েসকে আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন