সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন রিফাত।

আজ রবিবার দুপুরে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঢাবি শিক্ষার্থী রিফাতের মৃত্যু হয়। হারবাং ইউনিয়নের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে রিফাত।

বিশ্ববিদালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয় পরিবার তার মৃত্যুতে শোকাহত। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। একইসঙ্গে পরিবারের সাথেও কথা হয়েছে। শিক্ষার্থীর পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন