

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সন্তানসহ স্বামীর কাছে এসেছিলেন সুনিয়া সাউ নামের এক নারী। মাসখানেক আগে এসে ঘর-সংসারও করছিলেন, কিন্তু বিপত্তি বাধে বিষয়টা জানাজানি হওয়ার পর। ঘটনাটি বিজিবির কানে গেলে ওই নারীকে ধরে নিয়ে যাওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, সুনিয়া সাউয়ের স্বামীর নাম ওবাইদুল হক। উপজেলার সীমান্ত ঘেঁষা কাশিপুর ইউনিয়নের অনন্তপুর চান্দোলারপাড় গ্রামে তার বাড়ি। এক মাস ধরে এই বাড়িতেই অবস্থান করছিলেন সুনিয়া সাউ। কিন্তু ওবাইদুল হকের প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগার কারণে প্রতিবেশীরা বিষয়টা জানতে পারে। তারপর বিজিবি খবর পেলে তাকে ধরে নিয়ে যায়।
সুনিয়া সাউয়ের বাড়ি ভারতের ছত্তিশগড় রাজ্যের মঙ্গলী জেলার জেড়াগাও থানায়। বৈধ ভিসা নিয়ে ভারতের ওই এলাকায় কাজ করতেন ওবাইদুল। ২০১৬ সালের শেষদিকে দুজনের পরিচয়, তারপর ভালোবাসার সম্পর্ক। বাংলাদেশে ওবাইদুলের যেমন স্ত্রী ছিল তেমনি সোনিয়া সাউয়ের ছিল স্বামী-সন্তান। তারপরও তারা বিয়ে করে দিল্লি পালিয়ে গিয়েছিলেন।=তাদের ঘরে একটি সন্তানের জন্ম হয়, যার বয়স এখন ৩ বছর। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আগে ওবাইদুল বাংলাদেশে চলে আসেন। বেশ কিছুদিন অপেক্ষার পর স্বামীর খোঁজ-খবর না পেয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে চলে আসেন সুনিয়া। আদালত তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম।
এমএম/পাবলিকভয়েস