উপকূল থেকে নামছে পানি, ফের লঘুচাপে ফুঁসছে সাগর!

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলো থেকে জোয়ারের পানি কমতে শুরু করেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এরই মধ্যে একটি লঘুচাপ যেতে না যেতেই সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে। এতে করে পুনোরায় সাগর উত্তাল হয়ে উঠছে।

সাতক্ষীরা জেলার বেশ কিছু ইউনিয়ন এখনো পানিতে তলিয়ে আছে। সদর উপজেলার ৭টি গ্রাম এখনো প্লাবিত। জেলায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি। বাগেরহাটের অন্তত পাঁচ হাজার চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলায় বেশ কিছু বাঁধ মেরামতের কাজ করলেও জোয়ারে ফের ভেসে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ জেলায় বর্তমানে অর্ধ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে আছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একটি লঘুচাপ মিলিয়ে যেতে না যেতে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে বঙ্গোপসাগর আবারও উত্তাল হয়ে উঠেছে।

দমকা বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কার পাশাপাশি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে ফের উপকূল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর কী ধরনের পুনর্বাসন ও পুর্নগঠন কর্মসূচি নেওয়া যায় সে বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ ২৫ আগস্ট, মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত করে দেওয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে গ্রামীণ সড়ক মেরামত ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে গ্রামীণ টিউবওয়েলগুলো ঠিক করা এবং পানি উন্নয়ন বোর্ডকে বাঁধগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন