চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের রাস্তায় ফেলে মারধর : মানববন্ধনে হামলা

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

চট্টগ্রামের বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা.আলী আশরাফকে মৃত্যু পরবর্তী গার্ড অব অনার না দেয়া ও “বাঁশখালীতে কোন মুক্তিযুদ্ধ হয়নি” স্থানীয় এম.পির এমন বক্তব্যের প্রতিবাদে আয়েজিত মানববন্ধনে হামলা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রকাশ্যে এ হামলা চালানো হয়। এসময়  এ সময় অনেক মুক্তিযোদ্ধাদের রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়।

বাংলাদেশ কৃষকলীগ চট্টগ্রাম দক্ষিন জেলার সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন বাবর ঘটনার বর্ণনা দিতে গিয়ে  বলেন, ‘মৌলভী সৈয়দকে মুক্তিযোদ্ধা বলে অস্বীকার করা এবং বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি’ বাঁশখালীর এমপির এমন বক্তব্যের প্রতিবাদে আমরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ সকাল ১১ টায়  মানববন্ধন এর আয়োজন করি।

প্রোগ্রামের এক পর্যায়ে কিছু দুষ্কৃতিকারী বাঁশখালী পৌরসভার মেয়র সেলিম এর নেতৃত্বে  এমপি মোস্তফিজ এর ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে মিছিল সহকারে  হঠাৎ আমাদের উপর হামলে পড়ে।

এ হামলাটিকে পরিকল্পিত আখ্যা দিয়ে বাঁশখালী থেকে  কয়েকটি গাড়ি ভর্তি লোকজন আনার দাবি করেন জহির উদ্দীন ও চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড এর কমান্ডার মোজাফফর আহমদ ।

এ ঘটনায় সাংবাদিকসহ প্রায় ২০ জন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন বলেও জানান তিনি।

আহতদের মধ্যে মোজাফফর আহমদ সহ বাঁশখালী থানা কমান্ডার আবুল হাশেম, সাতকানিয়া থানা কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম, আবদুর রাজ্জাক, মৌলবি সৈয়দের ভাতিজা জয়নাল আবেদীন, জহির উদ্দীন বাবর, ইমরানুল ইসলাম তুহিন, আবু সাদাত মো. সায়েম, মোবাশ্বের হোসেন সোহান, কামরুল হুদা পাভেলের নাম জানা গেছে।

এদিকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তিনজনকে আটক করেছে পুলিশ। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।

মন্তব্য করুন