করোনায় আক্রান্ত স্থূল পুরুষরা থাকেন চরম মৃত্যুঝুঁকিতে

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

মরণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর চরম মৃত্যুঝুঁকিতে থাকে স্থূল পুরুষরা। অন্যান্য করোনা রোগীদের তুলনায় তাদের এই বিপদ তিন থেকে চারগুণ বেশি থাকে। যুক্তরাষ্ট্রের কায়সার পারমানেন্টে ফন্টানা মেডিকেল সেন্টারের এক গবেষণায় এ দাবি করা হয়েছে।

গবেষকরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ হলে অতিরিক্ত স্বাস্থ্য মৃত্যুঝুঁকি বাড়িতে তোলে। বিশেষ করে স্থূল পুরুষদের এই ঝুঁকি অত্যাধিক। এর কারণ পুরুষদের ‘বডি ম্যাস ইনডেক্স’ (বিএমআই) এর সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ মাত্রা সরাসরি যুক্ত। বিএমআই-এর মাত্রা বেশি থাকলে পুরুষদের দেহে হাইপারটেনশন, ডায়বেটিস, হৃদপিণ্ডে নানা সমস্যা, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। আর যাদের দেহেই এসব সমস্যা তারাই করোনাভাইরাসে তীব্রভাবে আক্রান্ত হয়েছে।

ফক্স নিউজের বরাতে জানা যায়, ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে মে মাসের ২ তারিখ পর্যন্ত কায়সার পারমানেন্টে ফন্টানা মেডিকেল সেন্টারের ইলেক্ট্রনিক রেকর্ডে ৬ হাজার ৯১৬ জন করোনা রোগীর মৃত্যুর তথ্য রেকর্ড হয়েছে। মৃতদের গড় বিএমআই ছিলো ৩০ দশমিক ৫।

যাদের বিএমআই মান ৪০ এর উপর তাদের অতিরিক্ত মোটা হিসেবে গণ্য করা হয়। আর যাদের এই মান ৩০ থেকে ৩৯ তাদেরই মূলত স্থূল হিসেবে বিবেচনা করা হয়। এর ওপর মান যত বাড়বে একজন মানুষকে ততো বেশি স্থূল হিসেবে বিবেচনা করা হবে।

গবেষকরা বলছেন, যাদের স্থূলতা বেশি অর্থাৎ ৪০ এর উপর, তাদের সাধারণ করোনা রোগীর তুলনায় মৃত্যুঝুঁকি ৪ গুণ বেশি। যাদের স্থূলতার মান ৩০ থেকে ৩৯ এর মধ্যে তাদের মৃত্যুঝুঁকিও ৩ গুণ। তারা বলছেন, নারীদের এই সমস্যা নেই। তাদের বিএমআইয়ের মান বেশি হলেও পুরুষের মতো গুরুতর সমস্যা কম দেখা দেয়। যার কারণে করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের মৃত্যুঝুঁকি তুলনামূলক কম থাকে।

আই.এ/

মন্তব্য করুন