
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস : বান্দরবানে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. ইউসুফ (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার একটি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
ইউসুফ বান্দরবান পৌরসভার কালাঘাটার ফানছি ঘোনার মৃত মাহফুজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে মাদ্রাসা ছুটি হলে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে জোর করে মাদ্রাসা থেকে গেটের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইউসুফ। এসময় স্থানীয়রা গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে। এসময় তার পকেট থেকে কিছু গাঁজা জব্দ করা হয়।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, শিক্ষার্থীকে যৌন হয়রানি করায় এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।