আল্লামা মনিরুজ্জামান সিরাজী’র জানাযায় পুলিশের বাধা : বিক্ষুব্ধ জনতা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহ. এর সুযোগ্য সন্তান, দেশ বরেণ্য আলেমেদ্বীন, ভাদুঘর জামিয়া সিরাজিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুনিরুজ্জামান সিরাজীর জানাযায় যেতে মুসুল্লিদের বাধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার অজুহাতে এই বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

তবে জানাযায় বাধা দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বি বাড়িয়ার ছাত্র জনতা ও আলেম সমাজ। পুলিশের বাধা ভেঙ্গে হাজার হাজার মানুষের জমায়েত হচ্ছে। পায়ে হেটেই দূর দূরন্ত থেকে আসছে অনেক মানুষ। বাধার কারণে কুমিল্লা সিলেট মহাসড়কের যান চলাচল বাধাগ্রস্থ হচ্ছে।

তবে স্পটে উপস্থিত কয়েকটি সূত্র জানিয়েছে পুলিশ ইতিমধ্যেই কিছুটা নমনীয় হয়েছে এবং মানুষকে বাধা দেওয়ার মাত্রা কমিয়ে এনেছেন। এবং যথা সময়ে মরহুম জানাযা অনুষ্ঠিত হবে। এর আগে প্রশাসনের অনুরোধে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এর জানাযা জেলা ঈদগাহ এর পরিবর্তে ভাদুঘর মাদ্রাসার এরিয়াতে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত : বি-বাড়িয়ায় প্রচুর জনপ্রিয় ও সর্বজনশ্রদ্ধেয় আলেম আল্লামা মনিরুজ্জামান সিরাজী আজ (৯ আগষ্টট) দুপুরে ১২.২০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রতিবাদী কন্ঠ ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর শ্রদ্ধা আর ভালোবাসার পাত্র ছিলেন। তিনি বহু মাদরাসা, মসজিদ সহ বহু দ্বীনি মারকাজের সাথে জড়িত ছিলেন। শিরক, বেদআত ও ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করেছেন। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় বড় হুজুর।

মন্তব্য করুন