করোনাকালে সিগারেট ছেড়ে দিয়েছে বিশ্বের ১০ লাখ মানুষ!

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। যুক্তরাজ্যের অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থা গবেষণায় এমনটি বলা হয়েছে।

গবেষণায় বলা হয়, গত ৪ মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের ৪১ শতাংশই করোনা ভাইরাসের কারণে এটি ছেড়েছেন বলে জানিয়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি এর আগে কখনোই এতো মানুষ ধূমপান ছাড়েননি ।

বিশেষজ্ঞরা দাবি করছেন, ধূমপানে করোনার উপসর্গ বাড়তে পারে । তাই মরনব্যাধী করোনাভাইরাস থেকে বাঁচতে মানুষ ধুমপান ছেড়ে দিচ্ছে।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন