

পাবলিক ভয়েস : লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফীরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৪৮) নামে এক ব্যাটারিচালিত অটোচালক নিহত হয়েছেন।
শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খালেক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ঘটনাস্থলে অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোচালক খালেকের মৃত্যু।