ফেসবুকে পরিচয় থেকে প্রেম, বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ তরুণির

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০

ফেসবুকে চ্যাটিং করে পরিচয় হয়। সেখান থেকে প্রেম। তারপর দেখা-সাক্ষাত। একজন আরেকজনের কাছে আসা। সেইসূত্রে প্রেম, রোমাঞ্চ, ঘনিষ্ঠতা, শারীরিক সম্পর্ক। অতঃপর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ওই নারীর মামলায় প্রতারক কথিত ওই প্রেমিক মেহেদী হাসান অপুকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অপু চাঁদপুরের মতলব উত্তর থানার সেলিম সরদারের ছেলে।

শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের অভিযানে ধর্ষক অপুকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগী দেলোয়ার হোসেন পালিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ধর্ষণের অভিযোগে আমরা মেহেদী হাসান অপুকে গ্রেফতার করেছি। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন