খুলনার রুপসায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রসেনজিৎ আচার্য (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১২ জুন) দুপুর ১টায় রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রসেনজিৎ খুলনা নগরীর শীতলা বাড়ি মন্দিরের পুরোহিত বিকাশ আচার্যের ছেলে। তাদের বাড়ি নগরীর দোলখোলা এলাকায়।

ঘটনাস্থলে উপস্থিত রূপসার থানার এস আই শ্যামা প্রসাদ মন্ডল জানান, দুুপুরে প্রসেনজিৎ নিজেই প্রাইভেটকার চালিয়ে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। কুদির বটতলা এলাকায় তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো ব-২০ ৪৭৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত প্রসেনজিৎকে প্রথমে রূপসা সিএসএস হাসপাতাল, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন