করোনাভাইরাস : বাংলাদেশে মৃত্যু হাজার ছাড়ালো, আজ আজ আক্রান্ত ৩১৯০

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

মহামারী করোনাভাইরাসে আজ বুধবার (১০ জুন) দেশে আক্রান্ত হয়েছেন ৩১৯০ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যু ১.৩৫ শতাংশ। আজকের ৩৭ জনের মৃত্যুর মাধ্যমে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়ালো।

এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ১,০১২ জনের এবং শনাক্ত হলো ৭৪ হাজার ৮৬৫ জন। এছাড়া আজকের মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৪ জন নারী।

এছাড়া আজকে সুস্থ হয়েছে ৫৬৩জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৮৯৯জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা ২১.২৪ শতাংশ।

আজ বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন, আইইডিসিআর এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজকেও ৫৩টি ল্যাবের তথ্য উপস্থাপন করা হয়েছে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা জানান।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৩টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৬০৭টি।

এছাড়াও গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছে ৫৩৮জন, ছাড় পেয়েছে ১৮৮জন। এ নিয়ে মোট আইসোলেশনে গেছে ১২৯৬৬জন এবং মোট ছাড় পেয়েছে ৪৭২৩জন। বর্তমানে আইসোলেশন ৮২৪৩জন।

প্রসঙ্গ : বাংলাদেশে গত ৮ ই মার্চ করোনাভাইরাস প্রথম ধরা পড়ে। এরপর হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এই মূহুর্তে চার লাখের বেশি। প্রতিমূহুর্ত বাড়ছে মৃতের সংখ্যা। আজ ৯ জুন দুপুর ২টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯ হাজারেরও বেশি। এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই প্রায় ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছে।

বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে পরীক্ষা যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। বাড়ছে ঝুঁকি। এরই মধ্যে নতুন করে এলাকাভিত্তিক লকডাউন দেয়া হয়েছে আক্রান্ত বিবেচনায় তিনটি জোন করে লকডাউন কার্যকর করা হচ্ছে। এরমধ্যে রেড জোন বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, ইয়োলো জোন মধ্যম ঝুঁকিপূর্ণ এলাকা এবং গ্রীনজোন কম ঝুকিপূর্ণ এলাকা ধরে লকডাউন কার্যকর করা হচ্ছে।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার সতর্কতামূলক প্রচার-প্রচারণা চালানোসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, জুন মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হতে পারে। এছাড়াও সারা বিশ্বে করোনা সংক্রমনের তালিকা হিসেবে বাংলাদেশ ২০ তম সিরিয়ালে উঠে এসেছে। বাংলাদেশের আগে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবং পরে রয়েছে বেলজিয়াম।

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন