

এম ওমর ফারুক আজাদ : এবার মরণঘাতী করোনায় ফটিকছড়ি থানার ৮ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন ২ জন এসআই, ১ জন এএসআই ও ৫ জন কনস্টেবল।
জানা যায়, গত ২৯ মে করোনার উপসর্গ সর্দি, কাঁশি থাকা ফটিকছড়ি থানার পুলিশ সদস্যদের নমুনা নেয়া হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে প্রাপ্ত ফলাফলে মোট ৮ জনের করোনা পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন পাবলিক ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন
নির্বাহী কর্মকর্তা বলেন, চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক গতকাল প্রকাশিত রিপোর্টে ফটিকছড়ির আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর আসে। আর এই আক্রান্তদের সবাই ফটিকছড়ি থানা পুলিশের সদস্য।
এবিষয়ে জানতে চাইলে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, ফটিকছড়ি থানারা ৮ পুলিশ সদস্যের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তাদেরকে অন্যদের কাছ থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন। থানার অন্য সদস্যদের ও করোনা পরীক্ষা করা হবে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের আপাতত থানার ব্যারাকে আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ওসি সাহেবের সাথে কথা বলে সংশ্লিষ্টদের চিকিৎসা করা হবে।
উল্লেখ্য, এনিয়ে ফটিকছড়িতে এপর্যন্ত ফটিকছড়িতে মোট ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।এদের মধ্যে মোট চারজন সুুস্থ হয়ে ঘরে ফিরেছেন।