

সিলেটে অপ্রয়োজনীয় লন্ডনী বাড়ি নির্মান না করে সেখানে স্কুল, মাদরাসা করার আহবান জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি চুনারুঘাট উপজেলার ময়নাবাদে মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদরাসা এবং জাহানারা চৌধুরী একাডেমির সামনে এক ফেসবুক লাইভ থেকে তিনি এই আহবান জানান।
তিনি ওই একাডেমীর সামনে দাঁড়িয়ে বলেন, এই প্রতিষ্ঠানটি লন্ডনের একটি পরিবার পরিচালনা করে যারা নিজেদের বাড়ি না বানিয়ে বরং এই প্রতিষ্ঠান বানিয়েছেন এবং নিজেরা থাকার জন্য কেবলমাত্র একটি রুম বানিয়ে রেখেছেন।
তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ চৌধুরী এবং তার পরিবারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, তারা নিজেদের বাড়ি না বানিয়ে এ ধরনের একটি প্রতিষ্ঠান করেছেন তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যারা সিলেটে বিভিন্নভাবে লন্ডনী বাড়ি বানিয়ে ফেলে রেখেছেন এবং অপ্রয়োজনীয় বাড়িঘর করে রেখেছেন তারা যেন এমন প্রতিষ্ঠান করেন এবং শিক্ষার আলো ছড়াতে ভূমিকা রাখেন।
তিনি উল্লেখ করে বলেন বাংলাদেশের সিলেটে যে পরিমাণে লন্ডনী বাড়ি রয়েছে এবং এই লন্ডনী বাড়ির নিচে যে পরিমাণে টাকা চাপা পড়ে আছে তা যদি এ ধরনের প্রতিষ্ঠানে কাজে লাগতো তাহলে মানুষের আরো অনেক বেশি উপকার হতো। এবং যে বাংলাদেশের স্বপ্ন লন্ডনে বসে প্রবাসী বাঙালিরা দেখে সে স্বপ্ন সফল হতো।
ব্যারিস্টার সুমন স্মৃতিচারণ করে বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মামুন চৌধুরী যিনি আমাকে লন্ডনে আইন পড়ার সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এবং তার সেই সাহায্য আমি অবশ্যই কৃতজ্ঞচিত্তে স্মরণ করি এবং তাদের পরিবারের প্রতি আমার সব সময় একটি কৃতজ্ঞতাবোধ থাকে। তাই, তাদের পরিবারের মতো ধনাঢ্য যারাই রয়েছেন সকলেরই উচিত এভাবে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি করা।
এই প্রতিষ্ঠানের পরিচালক বরুণ চৌধুরীর সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন আমরা ছোটবেলায় পড়াশোনার জন্য আশেপাশে মক্তব পাইনি আমরা আমাদের প্রাথমিক শিক্ষা আমাদের মায়েদের কাছে অর্জন করেছি। সেই থেকেই আমাদের মধ্যে এক ধরণের একটি চিন্তা কাজ করতো এবং আমরা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি তখন এই ধরনের একটি প্রতিষ্ঠান করার চেষ্টা করেছি।
তিনি বলেন – এই প্রতিষ্ঠানের প্রায় আড়াইশো থেকে তিনশ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। তারা ধর্মীয় শিক্ষা থেকে নিয়ে সকল শিক্ষাই পাচ্ছেন এমনকি কম্পিউটার ল্যাব এর মাধ্যমে আধুনিক শিক্ষার সমন্বয় রয়েছে এখানে।
#আরআর/পাবলিক ভয়েস