নবীগঞ্জে ২৪ লাখ টাকার বিড়িসহ, আটক ১

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৯
নবীগঞ্জে জব্দকৃত ২৩ লাখ ৬৪ হাজার পিস বিড়িসহ আটক তনু

পাবলিক ভয়েস : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনামপুর বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ২৩ লাখ ৬৪ হাজার পিস বিড়ি জব্দ করেছে র‌্যাবব। এ সময় আবুল বাশার তনু (২০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

তনু সোনামপুর বড়বাড়ি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। আজ শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে জব্দকৃত বিড়িসহ তনুকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করা হয়।

র‌্যাবপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাবব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এই তথ্য নিশ্চিত করে বলেন, পাচার করে আনা বিড়িগুলো প্রায় ১০০টি কার্টনে করে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছিলেন তনু। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবব সদস্যরা অভিযান চালিয়ে বিড়িসহ তাকে আটক করে। জব্দকৃত বিড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষাধিক টাকা।

 

মন্তব্য করুন