রাতে স্ত্রী সকালে স্বামী মারা গেলেন করোনা উপসর্গ নিয়ে, ছেলে ও নাতি আক্রান্ত

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মাত্র ১০ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছে ওই দম্পতির ছেলে  ও এক নাতির।

সোমবার (১৮ মে) সন্ধায়  রাবেয়া বেগম (৭২) এর মৃত্যুর পর মঙ্গলবার (১৯ মে) ভোরে মুজিবুর রহমান পাটওয়ারী (৮৭) মৃত্যুবরণ করেন। নিহত দম্পতি চাঁদপুর শহরতলির চিত্রলেখা এলাকার বাসিন্দা।

এর আগে গত রোববার (১৭ মে) সকালে তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিলো। ওই দম্পতির ছেলে গোলাম সরোয়ার কচি ও নাতি শাহরিয়ারের করোনা পজিটিভ হওয়ায় তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছিলো। এরইমধ্যে তারা মারা গেলেন। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো অপেক্ষমান। তবে করোনা উপসর্গ থাকায় বিশেষ ব্যবস্থায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। কাফন-দাফন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার কাফন-দাফন টিম।

এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, সন্ধ্যায় মারা যাওয়া বৃদ্ধার ছেলে ও নাতির শরীরে ইতিমধ্যে করোনা পাওয়া গেছে। পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরইমধ্যে প্রথমে বৃদ্ধা মারা গেলেন করোনার উপসর্গ নিয়ে। তিনি কিছুদিন ধরে জ্বর ও কাশিতে আক্রান্ত ছিলেন। আর সোমবার দিনভর তার প্রচুর পাতলা পায়খানা হয়েছে। এখন রিপোর্ট আসলেই জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুর ২টায় স্বামী-স্ত্রীর জানাযা ও দাফন বাবুরহাট লালদিয়া বন্দে আলী পাটওয়ারি বাড়িতে বিশেষ ব্যবস্থায় সম্পন্ন করা হয়।

জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন জেলা দাফন কাফন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবদীন, জেলা সমন্বয়কারী ও জেলা সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানী,সদর উপজেলা সমন্বয়কারী মাওলানা আনোয়ার আল নোমান,সদস্য ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,সদস্য ও ইসলামী যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান,সদস্য যুবনেতা মুহাম্মাদ আসাদুল্লাহ সুমন,সদস্য মুহাম্মাদ সোহেল প্রমুখ।

জানাজায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও মরহুমার একমাত্র ছেলে ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়।

/এসএস

মন্তব্য করুন