

পাবলিক ভয়েস: ফেসবুকে দেলওয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবি ও অপপ্রচার চালানোর অভিযোগে ইফতেখার আহমদ জুমন (২৫) নামের এক জামায়াত সদস্যকে আটক করেছে পুলিশ। সে সিলেটের গোলাপগঞ্জ থানার ইসলামটুল গ্রামের হোসেন আহমদ ছয়ফুলের ছেলে।
শনিবার (১৬ মে) বিকেল ৪ টায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র’র নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি সাইবার টিম গোলাপগঞ্জের আমনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুমন আমানিয়া বাজারে অবস্থিত জুমন আহমদের মালিকানাধীন হোসেন ট্রেডার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে বসে সে দীর্ঘদিন ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, জেলা গোয়েন্দা শাখার সাইবার টিমের সদস্যরা দীর্ঘদিন হতে তার উপর নজরদারি করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার পরবর্তী সময়ে তার মোবাইল ফোন পর্যালোচনা করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের হোয়াটস্অ্যাপে প্রেরিত বিভিন্ন বার্তা পাওয়া যায়। যাতে যুদ্ধাপরাধী দেলওয়ার হোসাইন সাইদীর মুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট প্রদানপূর্বক মানুষের মধ্যে আবেগ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোন গুজব কিংবা অপপ্রচার চালিয়ে কেউ যেন সমাজে অস্থিরতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করে। যারা সন্দেহভাজনদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক নজরদারি করে।