নওগাঁর আরো দুই সাংসদ কোয়ারেন্টাইনে, জেলা প্রশাসকসহ ৬জনকে অনুরোধ

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ৩, ২০২০

নওগাঁ সংবাদদাতা: নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার সেলিম হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এছাড়াও সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আব্দুল মান্নান, সিভিল সার্জন আ ম আখতারুজ্জামানক, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়কেও হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে শহীদুজ্জামান সরকারের নির্বাচনী এলাকায় তার সংস্পর্শে আসা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ বলেন, গত ২৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। এ কারণে প্রাথমিকভাবে আমরা জেলার দুই এমপি, ডিসি, এসপিসহ উল্লেখিত ৬ জন হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করেছি।

এ ছাড়া সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার এর নির্বাচনী এলাকা ধামইরহাট উপজেলা নিবার্হী অফিসারসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তার সংস্পর্শে এসেছেন তাদের চিহিৃত করে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করা হবে।

একইসঙ্গে তাদের সবার নমুনাও সংগ্রহ করা হবে বলেও জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ।

এদিকে নওগাঁয় সাংসদ শহীদুজ্জামান সরকারসহ এখন পর্যন্ত ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

/এসএস

মন্তব্য করুন