করোনা প্রতিরক্ষায় বাংলাদেশকে চিকিৎসা সহায়তা দিলো আরব আমিরাত

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

কোভিড -১৯ এর বিস্তার রোধে বাংলাদেশের প্রচেষ্টাকে আরও জোরদার করতে সাত টন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আজ আরব আমিরাত থেকে চিকিৎসা সহায়তাসমেত একটি সহায়তা বিমান বাংলাদেশের উদ্দেশে এসেছে। সহায়তা সরঞ্জামে প্রায় সাত হাজার চিকিৎসক তাদের চিকিৎসা কার্যক্রমে সহায়তা পাবে। বিশেষ করে উন্নত মানের মাস্ক এবং পিপিই রয়েছে এই সহায়তা সরঞ্জামের মধ্যে।

সহায়তা বিতরণ সম্পর্কে মন্তব্য করে, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আল মুহাইরি বলেন, “সংযুক্ত আরব আমিরাত করোনা প্রতিরক্ষায় চিকিৎসা প্রয়োজনীয়তা পূরণে বাংলাদেশকে যে কোন সহায়তা করতে সদা প্রস্তুত। আজকের পাঠানো চিকিৎসা সরঞ্জাম অবশ্যই চিকিৎসকদের সহায়তায় কাজে আসবে”।

সূত্র : খালিজ টাইম

মন্তব্য করুন