পটুয়াখালী জেলায় করোনা আক্রান্ত ২০ জন, মৃত্যু ২

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালী করোনার হটস্পট হয়ে উঠতেছে দিন দিন। এই জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২০ জন। যা দক্ষিণাঞ্চলের যে কোনো জেলার চেয়ে বেশি।

পটুয়াখালী জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় – এই জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।

বিস্তারিত তথ্যে জানা যায় – পটুয়াখালী জেলা প্রশাসক থেকে কোভিড-১৯ সম্পর্কে বলা হয়েছে পটুয়াখালী জেলায় আজ ২৫ এপ্রিল ২০২০ ইং তারিখ পর্যন্ত মোট ৩৮৫ জন এর নমুনা করানো টেস্টের জন্য প্রেরণ করা হয়েছে যার মধ্যে ২৪৬ জনের করোনা রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট এখনও জানা যায়নি।

প্রাপ্ত রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, পটুয়াখালী জেলায় মোট ২০ জনের করোনা সনাক্ত হয়েছে এর মধ্যে ৬ জন বাউফল ৪ জন রাঙ্গাবালী ৩ জন দশমিনা ৫ জন দুমকি এবং ২ জন সদর উপজেলার। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারা।

নতুন শনাক্তদের বিষয়ে বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর এর নির্দেশনা মতে সিভিল সার্জন পটুয়াখালী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এছাড়াও আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাদেরকে সনাক্ত করার জন্য কন্টাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে বলেও জনানো হয়েছে।

লকডাউন প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে – ঝুঁকি মোকাবেলায় পটুয়াখালী জেলা ১৯ এপ্রিল ২০২০ তারিখ সন্ধ্যা ৬ টা হতে সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করা হলো। জেলায় সকল ধরনের আগমন এবং বহির্গমন নিষিদ্ধ মর্মে আদেশ জারি আছে।

করোনা চিকিৎসায় পটুয়াখালী জেলার প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে- করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যার ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছে তাদেরকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য বিভিন্ন ইউনিট খোলা হয়েছে। এছাড়াও পটুয়াখালী ঢাকা রুটের এ আর খান-১ লঞ্চকে ভাসমান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ৬৪ জন ডাক্তার এবং ৭৭ জন নার্স করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য সর্বদা প্রস্তুত আছেন।

অপরদিকে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আবাসন ব্যবস্থার জন্য পিটিআই ইনস্টিটিউট পটুয়াখালী কে প্রস্তুত রাখা হয়েছে।

এ অবস্থায় ত্রাণ কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে- জেলায় এখন পর্যন্ত এক লক্ষ সাতাশ হাজার ৫৫৬ পরিবারকে ১২ লক্ষ ৭৫ হাজার ৬৫০ কেজি চাল এবং বিভিন্ন পরিমাণে আলু, ডাল এবং জরুরী ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা সরকারের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত নেই তাদেরকে ত্রাণের আওতায় আনতে উপজেলা নির্বাহী অফিসারদের তত্ত্বাবধানে জনপ্রতিনিধিদের মাধ্যমে পটুয়াখালী জেলায় বিভিন্ন সংখ্যার তালিকা প্রেরণ করা হয়েছে।

এছাড়াও বিশেষ নির্দেশনায় বলা হয়েছে সামগ্রিকভাবে দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং পটুয়াখালী জেলা এ পর্যন্ত ২০ জন রোগী শনাক্ত হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার আবাসস্থল নিরাপদে অবস্থান করার জন্য বলা হচ্ছে। রমজান মাসে তারাবী এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক নির্দেশনাসমূহ মেনে চলা এবং মসজিদ কেন্দ্রিক ইফতার মাহফিল পরিহার করতে বলা হয়েছে।

জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক আছে এবং ইউএনও ও সহকারী কমিশনার গণের পাশাপাশি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও জেলায় চারটি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলায় সেনাবাহিনী পুলিশ র‍্যাব এবং অ্যানসার সহ সকলের সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছেন।

#এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন