চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
জব্দ করা গাঁজা ও ইয়াবা

পাবলিক ভয়েস : নগরের পূর্ব বাকলিয়া এলাকা থেকে ৫৪ কেজি গাঁজা ও ৫ হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার মিমতানুর রহমান। গাঁজা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটা মাইক্রোবাসও জব্দ করেছে র‌্যাব।

মিমতানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী মো. সেলিমকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন