নওগাঁয় করোনাভাইরাসে প্রথম শনাক্ত উপজেলা হাসপাতালের নার্স

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

নওগাঁ প্রতিনিধি: দেশের নতুন জেলায় করোনা আক্রান্তের তালিকায় নাম অন্তভুর্ক্ত হল নওগাঁ। নওগাঁর রাণীনগরে নার্স দিপা (২৫) এর শরীরে COVID-19  শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজশাহী ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। COVID-19 শনাক্ত দিপা (২৫ ) এর বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার খাগড়া গ্রামে। তিনি রাণীনগর সদর হাসপাতালে নার্স হিসাবে দায়িত্বরত ছিলেন।

এরআগে আত্রাইয়ে একজনের COVID-19 পজিটিভ আসলে তার নাম ও বয়সের মিল না থাকায় পুনরায় পাঠানো হলে রিপোর্ট নেগেটিভ আসে।

আক্রান্ত নার্স বলেন, বাড়ি থেকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা-যাওয়া করি। ১৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সন্দেহমূলক আমার নমুনা সংগ্রহ করেন। এরপর থেকে আর হাসপাতালে যাইনি। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছি।

তিনি বলেন, বেশ কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে এখানে আসা এক অন্তঃসত্ত্বার সন্তান প্রসব করানো হয়। তার সংস্পর্শে গেছি আমি। তবে করোনাভাইরাসের উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি-কাশি কিছুই হয়নি আমরা। এরপরও সন্দেহ করে নমুনা সংগ্রহ করা হয়। পরে শুনলাম করোনা পজিটিভ। লক্ষণ ছাড়াই আমি আক্রান্ত হয়েছি।

নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল বলেন, করোনা পজিটিভ ওই নার্সের বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে ওই পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীদের মেলামেশায় নিষেধ করা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সর্বশেষ খবর অনুযায়ী মহামারী করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৮৬ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৪১৪ জন।

/এসএস

মন্তব্য করুন