সেনা সদস্যদের মানবিকতা: টহলকালে বৃদ্ধাকে বস্তাভর্তি খাদ্যসামগ্রী উপহার

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর ঝুমুর সিনেমাহল চত্বর এলাকায় এক অসহায় নারী তার মেয়েকে নিয়ে চুপচাপ বসে আছেন। নেই কোনো মাথা গোঁজার ঠাঁই, নেই খাবার। মাথায় রাজ্যের চিন্তা ভরছে। চোখের চিন্তার ছাপ। এমন সময় সামনে এসে দাঁড়ায় সেনবাহিনীর গাড়ী।

টহলরত অবস্থায় হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীর টহল সদস্যরা গাড়ি থামিয়ে মা-মেয়ের সামনে বস্তা ভর্তি খাদ্যসামগ্রী উপহার দেন। বুধবার সন্ধায় লক্ষ্মীপুর শহরের ঝুমুর ট্রাফিক চত্বরের পাশে সেনাবাহিনীর এমন মানবিক দৃশ্য দেখা যায়।

জানা যায়, গাড়ীতেই খাদ্যসামগ্রী ভর্তি বস্তা বোঝাই করে রাখায় হয়। টহলকালীন সময়ে রাস্তায় অসহায় কোনো মানুষকে তার কাছে ছুটে যান এই সেনা সদস্যরা। তারপর পৌঁছে দেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

জানতে চাইলে কুমিল্লা সেনানিবাসের ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেফটেনেন্ট শাহ মোহতাসিম রহমান বলেন, প্রতিদিন আমরা টহল অবস্থা অসহায় মানুষকে পেলে তাদের কাছে পৌঁছে দিই খাদ্যসামগ্রী। আজকেও তেমনই হয়েছে। আমরা এদিক দিয়ে যাওয়ার সময় অসহায় এই মহিলাকে দেখতে পাই। তারপর গাড়ী থামিয়ে তাকে কিছু খাদ্যসামগ্রী উপহার দেই।

/এসএস

মন্তব্য করুন