

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মী সংকটে ধান কাটতে না পারা কৃষকের জমির ধান কেটে দিচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সেক্রেটারী মুহিবুর রহমান মাহির নেতৃত্বে বিভিন্ন কৃষকদের ধান কেটে দিচ্ছে জেলা ছাত্রলীগসহ অনেকেই।
হবিগঞ্জ ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়- ইতোমধ্যে তারা কয়েকজন কৃষকের প্রায় দুই একর জমির ধান কেটে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুসারে কৃষকের সহযোগিতা করার লক্ষে তারা এই ধানকাটার কার্যক্রম নিয়েছে।
তারা জানিয়েছেন- করোনার এই পরিস্থিতিতে বিপদাপন্ন স্থানীয় যে কোন কৃষক তাদের খবর দিলে জমিতে গিয়ে তারা ধান কেটে দিয়ে আসবে।
ছাত্রলীগের এই উদ্যোগের প্রশংসা করে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন স্থানীয় কৃষকরা।