সিলেটে রাতের আধারে বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর তাজুল

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

করোনাভাইরাসের এই মহামারিতে সৃষ্ট বিপদসঙ্কুল অবস্থায় অসহায় ও মধ্যবিত্তদের মাঝে রাতের আঁধারে ত্রাণ পৌঁছাচ্ছেন অনেকে।

ত্রাণদাতারা রাতের আঁধারে মানুষের ঘরে ঘরে গোপনে পৌঁছে দিচ্ছে ত্রাণসামগ্রি। একই সাথে মানুষ ত্রাণও পাচ্ছে আবার অনেক মধ্যবিত্তরা লজ্জা থেকেও বাঁচছে।

তেমনই একজন হলেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল। তিনি মানুষের ঘরে ঘরে রাতের আধারে ত্রাণ পৌছে দিচ্ছেন নিয়মিত। চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল ও প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল এর পরিবারের পক্ষ থেকে গতকাল (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় মধ্যবৃত্ত, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত ১৫০ টি পরিবারের ঘরে ঘরে চাউল, পেঁয়াজ, তেল, আলু, ডাল, গরুর মাংস ও সাবান পৌঁছে দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে এই উদ্যােগ গ্রহণ করেন কাউন্সিল তাজুল ইসলাম কাজল, তার ছোট ভাই আমিনুল ইসলাম জুয়েল ও শহিদুল ইসলাম রিপন। কাউন্সিল তাজুল ইসলাম কাজল জানান, করোনা ভাইরাস পৃথিবীব্যপী ছড়িয়ে পড়ায় জনমনে আতংক সৃষ্টি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার ঘোষিত লক ডাউন থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করে আমাদের পরিবারের পক্ষ থেকে ওয়ার্ড বাসীর পাশে দাড়ানোর প্রচেষ্টা মাত্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

উল্লেখ, ইতিমধ্যে ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে পৌরসভা কর্তৃক ১০ কেজি করে চাউল ৩১ পরিবার ও বাগবাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে ১২৮ টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

মন্তব্য করুন