ফেসবুক লাইভে এসে নৃশংসভাবে স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জাতীয় একটি গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমসূত্রে জানা যায়, বুধবার দুপুর সোয়া একটার দিকে টুটুল ভুইয়া নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন নৃশংস খুনের অবতারণা করেন অভিযুক্ত স্বামী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

তবে পাবলিক ভয়েসের পক্ষ থেকে ভিডিওটি গ্রাফিক্স ভায়োলেন্স আখ্যা দিয়ে ফেসবুকের কাছে একটি আবেদন পাঠানো হয়েছে। কারণ এ ধরনের ভিডিও অনেকের জন্যই মানসিক ও স্বাস্থ্যগত ক্ষতির কারণ হতে পারে তাই এই ধরনের ভিডিও ফেসবুকে প্রচার করা উচিত নয়।

মন্তব্য করুন