সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী চলছে লকডাউন ও কারফিউসহ নানা পদক্ষেপ। এ অবস্থায় বিশ্বের বেশ কিছু দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের দেশে পাঠানোর চাপ বাড়ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, বেশ সমস্যায় পড়া প্রবাসীদের বিশেষভাবে দেশে আনা হবে।

তারই অংশ হিসেবে আগামীকাল বুধবার সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি। এর মধ্যে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া ১৩২ জন বাংলাদেশি এবং দেশটির কারাগারে থাকা ২৩৪ জন প্রবাসী রয়েছেন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ এপ্রিল এই ৩৬৬ জনকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সৌদি আরবে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

জানা গেছে, আগামীকাল বুধবার সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট জেদ্দা বিমানবন্দর থেকে উল্লিখিত বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ হাজার তিন শতাধিক লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃতের মধ্যে বেশ কিছু বাংলাদেশিও রয়েছেন।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন