

করোনাভাইরাস প্রদুর্ভাবে সারাদেশে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখে যাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের আলেম সমাজ। রাজনৈতিক-অরাজনৈতিক এবং বিভিন্ন সেবামূলক সংগঠনের মাধ্যমে সারাদেশে তারা চালাচ্ছেন ত্রাণ বিতরণ কার্যক্রম সহ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম। জনমনে যা আলেমদের ব্যাপারে সমাজ সেবায় ভূমিকা রাখার বিশাল প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে।
তারই ধারাবাহিরতায় বিখ্যাত আলেম, খ্যতিমান আলোচক, মুফতী নোমান হাবিবি মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। জানা গেছে, তিনি একান্ত ব্যক্তিগত উদ্যোগে গতকাল বেশকিছু পরিবারকে মানবিক সহযোগিতা প্রদান করেছেন৷ এবং এ এ কার্যক্রম অব্যাহত রাখছেন।
মুফতী নোমান হাবিবির সহযোগী একাধিক ব্যাক্তি পাবলিক ভয়েসকে জানিয়েছেন, তিনি অত্যন্ত স্বাস্থ সচেতন মানুষ৷ নিজের সুস্থতা ও ছাত্রদের সুস্থতার প্রতি পূর্ণ সজাগ দৃষ্টি রাখেন৷ সচেতনার দাবি ছিল এখন ঘরে থাকা৷ কিন্তু উম্মাহর দরদ ও ভালোবাসা তাকে ঘরে থাকতে দেয়নি৷ মানবিক সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য ঘুরছেন মানুষের কাছে কাছে৷ কোনো কর্মী রাখেননি সাথে৷ নিজে এবং নিজের দুই ছেলেকে নিয়েই ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন৷
মুফতী নোমান হাবিবি বর্তমানে জামিআ ইউনুসিয়া বি বাড়িয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস এবং বি বাড়িয়া জেলা ঈদগাহর প্রধান খতিব৷ এর আগে প্রায় দেড় যুগ তিনি ঢাকার বিখ্যাত ঢালকানগর মাদরাসার মুহাদ্দিস ছিলেন৷
প্রসঙ্গত : দেশের এই বিপর্যয় মূহুর্তে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবার মানবিক সহায়তার জন্য উন্মুখ হয়ে আছে৷ বরাবরের মত উলামায়ে কেরাম এগিয়ে এসেছেন৷ উম্মাহর দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন৷ দেশের শীর্ষ অনেক রাজনৈতিক, সুশীল শ্রেণী যখন ঘর থেকে বের হওয়ার সাহস করছে না, উলামায়ে কেরাম তখন ঠিকই হতদরিদ্র মানুষের খোঁজে বাড়ি বাড়ি যাচ্ছেন৷ অভাবীদের মুখে হাসি ফুটানোর জন্য প্রাণপন চেষ্টা করছেন৷
সিডর, আইলা থেকে শুরু করে সবগুলো মানবিক বিপর্যয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন উলামায়ে কেরাম৷ রোহিঙ্গাদের সেবায়ও ওলামায়ে কেরাম বড় ভূমিকা রেখেছেন।