
শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।
আল্লামা আহমদ শফি পুত্র মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করে পাবলিক ভয়েস কে বলেন, আজ (১১ এপ্রিল) সন্ধ্যায় আল্লামা শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনাস মাদানী জানান, তেমন কোনো গুরুতর অবস্থা নয় বরং শারীরিক কিছু দুর্বলতা এবং কয়েকদিন ধরে খাবার-দাবারে কষ্ট হওয়ায় রুটিন চেকআপ এর জন্য আল্লামা আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনশাল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
আনাস মাদানী পাবলিক ভয়েসের মাধ্যমে দেশবাসীর কাছে আল্লামা আহমদ শফীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আরআর/পাবলিক ভয়েস