

পাবলিক ভয়েস, নিজস্ব প্রতিবেদক: জামালপুরে আরো ৩২৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাকে ১২৬ বস্তা (৭৪৪০ কেজি ) চাল সহ গ্রেফতার করেছে পুলিশ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ। সদর থানা পুলিশের বিশেষ সূত্র পাবলিক ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে জামালপুর সদর থানা যুবলীগের সদস্য রানা মিয়া খোকার গোডাউন থেকে ২০০ বস্তা চাল উদ্ধার করেছে নরুন্দী তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং নরুন্দী এলাকা বাসিন্দা সদর থানা যুবলীগের সদস্য রানা মিয়ার গোডাউন থেকে এসব চাল উদ্ধার করে নরুন্দী তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত আসছে….
এ নিয়ে বিভিন্ন অভিযানে জামালপুরে মোট ৭১৫ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। জামালপুর সদর উপজেলা থেকেই ৪৮৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট খবর: জামালপুরে চোরের খনি: ব্যবসায়ী ও নেতাদের গুদাম থেকে উদ্ধার ৩৮৯ বস্তা!
/এসএস/শাহনূরশাহীন/পাবলিকভয়েস