

কক্সবাজারে টেকনাফে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ৯০ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা। পরে উপজেলার নাফ নদ থেকে ৯০ হাজার ইয়াবা পিস উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।
শুক্রবার রাত ১০টার দিকে নাফ নদের জালিয়া দ্বীপ এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল নাফ নদের জালিয়া-দ্বীপসংলগ্ন এলাকায় পাহারা বসায়।
কিছুক্ষণ পর সন্দেহজনক একটি কাঠের নৌকা নিয়ে কয়েকজন লোক সীমান্তে প্রবেশের সময় কোস্ট গার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ইয়াবা ও নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
পরে নৌকার ভেতর তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি শনিবার টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
/এসএস