ঢাকায় করোনায় মৃতদের জানাযা ও দাফনের জন্য আমাদের ডাকুন

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের জানাযা ও দাফনের জন্য বিশেষ টিম গঠন করেছেন আলেম ও সমাজসেবক গাজী ইয়াকুব। সাথে সাথে তিনি বলেছেন, ঢাকায় করোনায় মৃতদের জানাযা ও দাফনের জন্য আমাদের ডাকুন।

আজ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন গাজী ইয়াকুব নিজেই।

তিনি লিখেছেন, জানাযা ও দাফনের জন্য আমাদেরকে ডাকুন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সিটিতে যদি কোন মুসলিম নর-নারী ইন্তেকাল করেন মেহেরবানী করে আমাদেরকে খবর দিলে আমরাই তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

আরও পড়ুন : করোনা সন্দেহে মৃতব্যক্তিকে দাফন করে প্রসংশায় ভাসছেন কওমী মাদরাসার তরুণরা

পিপিই সরবরাহের জন্য বাসমাহ ফাউন্ডেশনের প্রধান মীর হোসাইনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কঠিন এই দুঃসময়ে পিপিগুলো দিয়ে সহযোগিতার কারণে মুহতারাম মীর হোসাইন ভাইকে আন্তরিকভাবে জাযাকুমুল্লাহ।

সাথে সাথে গাজী ইয়াকুব নিম্নোক্ত ব্যাক্তিদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এইচএম লুৎফুর রহমান, হিফজুর রহমান, নুরুন নবী নূর, সালমান রহমান সাজিদ, ক্বারী উসামা বিন নিজাম ও মোহাম্মদ রাফী সহ আমার টিম ম্যানেজমেন্টের সকলকে জাযাকুমুল্লাহ

টিমের সাথে যোগাযোগের নাম্বার : 01920781792

করোনা বিষয়ে সকল সংবাদ পড়তে ক্লিক করুন

আরও পড়ুন : মানবতার বন্ধু গাজী ইয়াকুব : করোনায় আলেমদের সমাজসেবা

মন্তব্য করুন