বেফাক-হাইয়ার সিদ্ধান্ত কাল, কোরআন শিক্ষাবোর্ডের বৈঠক চলছে

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার করোনাভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সরকারি-বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে পড়েছে এর বিরুপ প্রভাব। এরইমধ্যে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারী সিদ্ধান্তের পর বৈঠকে বসেছে বেসরকারি মাদরাসা শিক্ষার স্বতন্ত্র বোর্ড ‘বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ড’।

কুরআন শিক্ষাবোর্ডের সচিব মাওলানা এম শামসুদদোহা তালুকদার পাবলিক ভয়েসকে জানিয়েছেন, সোমবার দুপুরে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ড।

এম শামসুদ্দোহা জানান, তারা অভ্যন্তরীণ বৈঠকে বসেছে। তবে বেফাক এবং হাইয়ার সিদ্ধান্তের পর তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আপাতত বৈঠকে করণীয় বিষয়ে আলোচনা হবে। এরপর বেফাক-হাইয়ার সিদ্ধান্ত ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ (হাইয়া) এর সদস্য ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার হাইয়াতুল উলইয়ার কার্যালয়ে বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

পাবলিক ভয়েসকে তিনি জানিয়েছেন, আজকে বেফাকের কোনো বৈঠক হয়নি। আগামীকাল হাইয়ার বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বেফাকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেফাক বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলো তো হাইয়ারও অধীন। এজন্য হাইয়ার সিদ্ধান্তই চূড়ান্ত। এবং কালকের বৈঠকে বেফাক-হাইয়া ও অন্যান্য সমমনা বোর্ডের দায়িত্বশীলগণ বসবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ টায় রাজধানীর মতিঝিলে হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে  মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে (১৭ মার্চ) থেকে সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এইএসসি পরীক্ষার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এর আগে বেলা ১২টার দিকে শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে জানিয়েছিলেন।

/এসএস

মন্তব্য করুন