রমজান আসার আগেই নিত্যপণ্যের বাজার চড়া

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২০

মাহিন মুহসিন, পাবলিক ভয়েস: রমজানের দেড় মাসের মতো সময় বাকি থাকলেও এখনই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে শাক-সবজির মজুদ থাকলেও দাম চড়া।

ভালো খবর নেই মাছের বাজারেও। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। মাংসের বাজারও চড়া। গরুর মাংসের কেজি উঠেছে ছয়শো টাকায়। লেবুর পাশাপাশি দাম বাড়ার তালিকায় রয়েছে আদা, রসুন, নানা পদের মসলার। মুরগীর ডিমের হালি ত্রিশ টাকা।

পেঁয়াজ রসুনের দাম তো আগে থেকেই চড়া হয়ে আছে। মাঝে কিছুটা কমতির দিকে এলেও এখনো আশানুরুপ কমেনি পেঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে চড়া মূল্যের কারণে গরমের আগেই জ্বলসে উঠছে বাজারের পরিবেশ।

নাম প্রকাশ না করার শর্তে, যাত্রাবাড়ী চৌরাস্ত কাঁচাবাজারের এক ব্যবসায়ী বলেন, ওপর থেকেই সিন্ডিকেট তৈরি করে জিনিস পত্রের দাম বাড়ানো হয়। সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে বরাবরাই ব্যার্থ হয়, যার কারণে ভোক্তারা রমজান এলে বাড়তি বিড়ম্বনায় পড়ে। মাঝে মাঝে অভিযানের নামে আমাদের মতো মধ্যস্বত্তভোগী ব্যাবসায়ীদের হয়রানি করা হয়।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন