

পাবলিক ভয়েস : খুলনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১০০ লিটার বাংলা মদসহ আব্দুল হাকিম নামে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের হেলাতলা মোড়ের ২১ নম্বর কাউন্সিলর কার্যালয়ের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় বসন্ত বাবু নামে তার সহযোগী পালিয়ে যান। আটক হাকিম টুটপাড়া জাকারিয়া সড়কের মৃত ইলমাত আলী শেখের ছেলে।
অভিযানে উপস্থিত ছিলেন- খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।