প্রচলিত রাজনীতি মানুষকে নির্মমতার দিকে ঠেলে দেয়: মুফতী সৈয়দ ফয়জুল করীম

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
মুফতী ফয়জুল করীম
পাবলিক ভয়েস: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দুনিয়ার ক্ষমতা পাওয়া এবং ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করতেও দ্বিধা করে না। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষের অকল্যাণ বয়ে আনে, মানুষকে নিমর্মতার দিকে ঠেলে দেয়, এধরণের রাজনীতি কারো কাম্য হতে পারে না।
দুনিয়াতে যত ক্ষমতাধর হোক, আল্লাহর সামনে কারো এক কদম চলার শক্তি থাকবে না। পরকাল যে বিশ্বাস করে না, সে যা ইচ্ছা তাই করতে পারে। দুনিয়ার ক্ষমতা বা শক্তি অল্প সময়ের কিন্তু আখেরাতের সময়ের কোন শেষ নেই। যার দুনিয়া সুন্দর হবে তার পরকাল তত সুন্দর হবে।
দুনিয়ার মোহে যে পরকালকে শেষ করে দেয়, সে বুদ্ধিমান নয় বরং বুদ্ধিমান সেই যে, সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখে, পরিণামের কথা চিন্তা করে কাজ করে।
আজ রবিবার বাদ আছর (৪.৩০মি.) টাঙ্গাইলের মির্জাপুরের আদাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি মির্জাপুর উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতীবগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

মন্তব্য করুন