

ভোলা প্রতিনিধি। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রধান সহকারি আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রজিউন)
রবিবার রাত ১০টার দিকে স্টক করলে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠায়। বরিশালে নেয়ার পথে ভেদুরিয়া ঘাটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর।
তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন।
তাঁর জানাযা নামাজ আগামী কাল সোমবার দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।