

মিজানুর রহমান, ভোলা থেকেঃ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ওপর তাবলীগের বিচ্ছিন্নপন্থী বলে পরিচিত মাওলানা সা’দ অনুসারীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ভোলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর-ফৈজুউদ্দিন দাখিল মাদ্রাসা জামে মসজিদে বছরের প্রথম দিন (১ জানুয়ারি ‘ ২০২০) মাও. সা’দ এর অনুসারী ও মাও. জুবায়ের অনুসারীদের মধ্যে মনপুরার এক মসজিদে জামাত আসার বিষয়কে কেন্দ্র করে মনপুরা মারকায এর শুরা সদস্য মাওলানা মাহবুব ও মাও. সাদের অনুসারী বলে পরিচিত সাবেক এক মেম্বার নুর ইসলামের সাথে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে সোমবার (৬ জানুয়ারি) সন্ধা ৬ টার দিকে মাওলানা মাহবুব এর ছোট ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাও. ইউনুস আহমেদ এর উপর সাদ অনুসারীরা হামলা করে।
আহত মাও. ইউনুস আহমেদ পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমি যখন থানা মসজিদে নামাজ পড়িয়ে বের হয়ে থানা মোড় আসি তখন আগ থেকে ওঁত পেতে থাকা সাদ অনুসারী নুর ইসলাম মেম্বারের ছেলে সাগর এর নেতৃত্বে কয়েকজন সাদপন্থী সন্ত্রাসীরা আমার উপর হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়।
পরে স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহত ইউনুস আহমেদ এখন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে আজকে ঢাকা নেওয়ার কথা রয়েছে।
হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতী এনায়েত উল্লাহ নুরনবী এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানান। এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মুহা. শাখাওয়াত উল্লাহ সুষ্ঠু সমাধান দেওয়ার আশ্বাস দেন।