পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

পাবলিক ভয়েস : পঞ্চগড়ে ইটবোঝাই ট্রাক্টর উল্টে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলার ভীমপুকুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার মিঠাপুকুর এলাকার ট্রাক্টরের চালক মনসুর আলম (৩৫) ও ট্রাক্টরের সাহায্যকারী বোদা উপজেলার ভীমপকুরী এলাকার ছত্রিশ চন্দ্র বর্মন (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকবোঝাই ট্রাক্টরটি বোদা থেকে পঞ্চগড়ের দিকে আসছিলো। ট্রাক্টরটি ভীমপুকুর এলাকায় পৌঁছালে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মনসুর আলম নিহত ও ট্রাক্টরের সহকারী ছত্রিশ চন্দ্র বর্মন গুরুতর আহত হন।

খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন