দেওবন্দ ফারেগীনদের নিয়ে ‘ফুযালা সম্মেলন’ কাল

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

উপমহাদেশের বিখ্যাত দীনি শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়া বাংলাদেশী ছাত্রদের নিয়ে ব্যাতিক্রমধর্মী ফুযালা সম্মেলন করতে যাচ্ছে ‘ফুযালায়ে দারুল উলুম দেওবন্দ’ নামের একটি প্লাটফর্ম।

আগামী কাল ২ জানুয়ারী বৃহস্পতিবার জামিয়া কারিমিয়া দারুল উলুম মাদরাসায় আয়োজন করা হচ্ছে ব্যাতিক্রমধর্মী এই সম্মেলনটির। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের বিপরিত পার্শে অবস্থিত এই মাদরাসায় সকাল নয়টা থেকে আয়োজন করা হবে এই মিলনমেলার। নবীন প্রবীণ দেওবন্দ ফারেগীনদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ সম্পন্ন করে তাদের দাওয়াত দিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।

সংগঠন সূত্রে জানা যায়, এই সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের নাজেমে দারুল একামা আল্লামা মনিরুদ্দীন নকশবন্দি। এ ছাড়াও ফুযালায়ে দারুল উলুম দেওবন্দের দায়িত্বশীলরা এবং দেশের প্রবীণ ও প্রতিথযশা ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন এই সম্মেলনে।

ফুযালায়ে দারুল উলুম দেওবন্দের দায়িত্বশীল সূত্রে আরও জানা যায়, তারা দীর্ঘ কয়েক বছর ধরেই দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করে আসা বাংলাদেশের ছাত্রদের সমন্বয় করার কাজ করে যাচ্ছে। ধিরে ধিরে বাংলাদেশ থেকে দারুল উলুম দেওবন্দে পড়তে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আসা সকলকে এক প্লাটফর্মে এনে সমন্বয় করার কাজ করে যাচ্ছেন তারা। এছাড়াও দেওবন্দে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে যাতে সহজ বাবস্থাপনা করা যায় তা নিয়েও তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন