ভোলায় পাঁচ কো‌টি টাকা মূল্যের ভারতীয় শা‌ড়ি ও থ্রী-পিস জব্দ ‌

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক‌টি ট্রলার থেকে বস্তা ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শা‌ড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ ক‌রে‌ছে কোস্টগার্ড। জব্দকৃত শা‌ড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিসের বাজার মুল্য অনুমানিক পাঁচ কে‌া‌টি টাকা।

বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাটে অবস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান কামান্ডারের পক্ষে লে. ওয়া‌সিম আ‌কিল জা‌কির। তিনি আরো জানান,

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভি‌ত্তিতে ভোলার চরফ্যাশ‌ন উপজেলার চর মা‌নিকা এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ট্রলারটিকে ধাওয়া করলে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলার‌টিকে রে‌খে মাঝি ও ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৩৪৫ টি বোস্তা ভর্তি ২৫ হাজার পিচ ভারতীয় শা‌ড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ ক‌রা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ টাকা।

আইনিপ্রক্রিয়া শেষে জব্দকৃত শা‌ড়ি বৃহস্পতিবার সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান লে. ওয়া‌সিম আ‌কিল জা‌কির।

/এসএস

মন্তব্য করুন