ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি পেল ভেরিফায়েড ফেসবুক পেজ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

তৌকির আহমেদ: ঢাবি প্রতিনিধি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ফেইসবুক পেইজ ভেরিফাইড করা হয়েছে। গত শুক্রবার রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নামে খোলা www.facebook.com/bslshovonofficial/ পেইজকে ভেরিফাইড করে দেয় ফেসবুক। এতে শোভনের ফেসবুক পেইজ খুজে পেতে কোনো বিরম্বণায় পড়তে হবে না।

শোভন চৌধুরী তার ফেসবুক পেজ ভেরিফাইড হওয়ায় পেজের সাপোর্টার প্রোমোটার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তার ফেসবুক পেজে প্রায় এক লাখের মত লাইক রয়েছে।

রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাড়ি কুড়িগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি আইন বিভাগ থেকে সদ্য মাস্টার্স সম্পন্ন করেছেন। সাইফুর রহমান সোহাগ-এস.এম. জাকির হোসাইন কমিটির সদস্য পদে ছিলেন শোভন।

শোভনের দাদা মরহুম শামসুল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক (৬নং সেক্টর এর প্রচার বিভাগের চেয়ারম্যান), কুড়িগ্রাম-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (১৯৭৩-১৯৭৯) ছিলেন। ১৯৭৫ পরবর্তি ১৯৭৭ সালে দেশ ও দলের ক্রান্তিলগ্নে বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জাতীয় নির্বাচন করেন।

শোভনের বাবাও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ভুরুঙ্গামারী উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।

মন্তব্য করুন