

সিনেমা ছেড়ে এখন পরিপূর্ণ ইসলাম অনুযায়ী জীবনযাপন করছেন পুষ্পিতা পপি। অতীত জীবন ভুলে নিয়মিত নামাজ রোজা করছেন। তবে আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’।
পপির ভাষ্য, ‘এখন আর ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। তবে ভালো লাগছে যে, আমার অভিনীত শেষ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।’
ভালো লাগার কারণ হচ্ছে, এর পর আর নতুন কোনো চলচ্চিত্রে দর্শক আমাকে দেখতে পাবে না। আমি আর চলচ্চিত্রে কাজ করতে চাই না। আমি এখন নামাজ-রোজা নিয়ে বাঁচতে চাই। ইসলামী বিধান পরিপূর্ণ মানতে চাই। বর্তমানে পপি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবিকা নির্বাহের জন্য আমি এখন একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছি। সবাই দোয়া করবেন, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রাস্তায় চলতে পারি। আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।’
২০১৪ ‘সালে আগে যদি জানতাম তুই হবি পর’ ছবির মধ্যেমে চলচ্চিত্র যাত্রা করেন তিনি। আর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূসর কুয়াশা’।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস