

শেরপুর জামিউল উলুম মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল হালিম (১২) শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নিখোঁজ হয়েছেন। অনেক খুঁজেও তার সন্ধ্যান মেলেনি।
আব্দুল হালিমের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি থানা নন্নী ইউনিয়ন বনকুড়া গ্রামে।
আব্দুল হাসিমের বাবা মো. জাকির হোসাইন জানান, ‘‘শনিবার আছরের নামাজের পর মাদরাসার নির্ধারিত খেলাধুলার সময় শেষ হলে আব্দুল হালিম টয়লেটে যাওয়ার কথা বলে বের হয়। অনেক সময় বাদে ফিরে না এলে খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শিক্ষকরা আমাকে ফোন করে জানালে আমি আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও নেই ছেলেটি।
ছবির এই ছেলেটিকে কোথাও দেখলে 01757751691 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আব্দুল হালিমের বাবা জাকির হোসাইন।
আই.এ/