খতমে নবুওয়াত সম্মেলনে শুক্রবার সিরাজদিখান আসছেন আল্লামা আহমদ শফী

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

আগামী ২৯ নভেম্বর শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত খতমে নবুওয়াত সম্মেলনে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ এর সভাপতিত্বে সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ ময়দানে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়াত মহাসম্মেলনে প্রধান মেহমান বক্তব্য দিবেন আল্লাম শাহ আহমদ শফী।

এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব দারুল উলুম হাটহাজারীর প্রধান মুহাদ্দিস শায়খুল হাদীস হাফেজ আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক এর মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামি আল্লামা নূর হোসাইন কাসেমী, আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ এর সেক্রেটারি আল্লামা নুরুল  ইসলাম জিহাদী।

এছাড়াও খেলাফত আন্দোলন বাংলাদেশ এর আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা আব্দুল আউয়াল- পীর সাহেব নারাণগঞ্জ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান- পীর সাহেব বাহাদুরপুর, মুফতী জাফর আহমদ- পীর সাহেব ঢালকানগর, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুযুল হক, মুফতী নুরুল আমিন- মুহাদ্দিস ফরিদাবাদ মাদরাসা, মাওলানা উবায়দুর রহমান খান নদভী- সহকারী সম্পাদক দৈনিক ইনকিলাব, অধ্যক্ষ মিজানুর রহমান-পীর সাহেব দেওনা, মাখযানুল উলুম মোমেনশাহীর মহাপরিচালক মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী প্রমুখ ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। এছাড়াও দেশ বরেণ্য আরো বহু ওলামায়ে কেরাম এতে উপস্থিত থাকবেন।

/এসএস

মন্তব্য করুন