সাংবাদিক, সম্পাদকদের নিয়ে মাওলানা মামুনুল হকের বৈঠক

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, দেশব্যাপী তৃণমূল নেতৃত্ব তৈরি ও বৃহত্তর ঐক্যের প্লাটফর্ম তৈরি করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ইসলামি আন্দোলনে নতুন রূপরেখা তৈরি করতে চায়। কোনো ব্যানারপূজার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস নয়। বরং ইসলামী আন্দোলনের স্বার্থে ২৪ ঘণ্টার মধ্যে এ নাম পরিবর্তন হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের দারুল খিলাফাহ মিলনায়তনে যুব মজলিসের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মিডিয়া বান্ধব হলেও মিডিয়াতে অর্থের বিনিময়ে সংবাদ প্রচারে বিশ্বাস করে না। আজ যুব মজলিসের প্রতি দুনিয়াব্যাপী মানুষের আগ্রহ তৈরি হয়েছে। এ আগ্রহকে কাজে লাগিয়ে আমরা সম্মুখপানে এগিয়ে যেতে চাই।

এ সভায় বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশত সম্পাদক, প্রতিনিধি ও যুব মজলিসের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মাওলানা মামুনুল হক সংগঠনের কার্যক্রম, লক্ষ্য উদ্দেশ্য, ভবিষ্যত কর্মপন্থা ও আগামী দশম বর্ষপূর্তি সম্মেলন নিয়ে সম্পাদক ও প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বার্তা টোয়েন্টিফোর ডটকমের ইসলাম বিভাগীয় প্রধান মুফতী এনায়েতুল্লাহ, পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতী হাবিবুর রহমান মিছবাহ, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, আলোকিত বাংলাদেশ এর সহকারী সম্পাদক আলী হাসান তৈয়ব, দৈনিক আমার সংবাদ অনলাইন ইনচার্জ রোকন রাইয়ান ও স্টাফ রিপোর্টার এনায়েত উল্লাহ, নুরবিডি ডটকম সম্পাদক সৈয়দ শামসুল হুদা, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাইয়েদ খন্দকার মাহফুজ, সময়ের আলোর ইসলাম পাতার ইনচার্জ আমিন ইকবাল বাংলাধ্বনি সম্পাদক মুফতী জাকারিয়া মাহমুদ, সময়বার্তা টোয়েন্টিফোর ডটনেটের নিউজ প্রধান ওমর শাহ এবং আরও অনেকে।

যুবকণ্ঠ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট গবেষক ও লেখক সাইমুম সাদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের কেন্দ্রীয় নেতা মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

আই.এ/

মন্তব্য করুন