দৌলতখান প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলা জেলার দৌলতখান প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমাদের সময় পত্রিকার দৌলতখান প্রতিনিধি মহিন আহমেদকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার দৌলতখান প্রতিনিধি মেহেদী হাসান শরীফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে দৌলতখান প্রেসক্লাব এর বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে ১৩ সদস্য বিশিষ্ঠ এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক বাংলার কণ্ঠ প্রতিনিধি এমএ তাহের, দৈনিক বরিশাল প্রতিদিন প্রতিনিধি জাকির আলম দৈনিক এশিয়া বানী প্রতিনিধি জয়নাল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক আজকাল প্রতিনিধি আব্দুর রব, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মামুন হাওলাদার, কার্যকরী সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি শ. ম. ফারুক, দৈনিক যায়াযায় দিন প্রতিনিধি গজনবী হাওলাদার, সাধারণ সদস্য সাংবাদিক এমএ খায়ের, কামাল হোসেন ও মো. হাসান। এ কমিটি আগামী দুই বছরের জন্য দৌলতখান প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন